হৃদয়েররাহি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


রাকার আলোক তলায়
তুমি-আমি
কিন্তু
তুমি ছিলে সুহাসিনী কুসুমিতা
উৎকলিকা হিন্দোল ছিলো
তোমার হৃদয়সাগরে ।
চোখে ছিলো চন্দ্রালোর বিমল দ্যুতি,
রসুমতে এক হই আত্মোজঘন বন্ধনে
রক্তি বাড়ে দু'টি মনের ঘর্ষণে
স্তনিত হয় প্রেমের ক্ষণপ্রভা,
মলিন হয় নক্ষত্ররাজের মঞ্জিমা,
তুমি হলে ঠিক
পুষ্পমাসের চৈত্রীরাকা।
আর আমি হই
প্রেমউর্মিমালীর উদবিন্দু চিকির্ষা,
শুচিম্মিতাবতী তুমি
আমাকে দিলে জ্ঞনোলোকের
অমর অমিয় সুধা,
পান করে হয়ে যাই
প্রেমসমুদ্রবল্লভা
তাই
তোমাকে দেখি
সমুদ্রবসনার কণায় কণায়,
সেই থেকে আজও তুমি
হয়ে আছো
কাব্যচন্দ্রিমা পূর্ণকলার হৃদয়রাহি।