কবে পাবো জীবনপতি
(হৃদমেটিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


নিত্য যারে পড়ছে মনে , প্রাণের বনে,
কায়াটা নেই , পরম জনে , ব্যথা দিলো অন্তরে সেই,
শুরু হয় দুখের দিন ,
কেনো এতো প্রেমের টান, আঁখির বান ,
ঝরছে নিতি , প্রাণের তান ,  ধরে শুধু মিলন গীতি ,
গেয়ে যায় হৃদয়বীণ ।


দূরে থেক দেখিনা যারে , তবুও তারে,
মনটা চায় , আলোরধারে , রেখে দিতে প্রাণের নায় ,
নিশিদিন জীবন ভরে ,
হৃয়েরর গানের কলি, প্রেমের অলি,
পরশ দিয়ে , বড়ায় বলী , চলি তাই বিরহ নিয়ে,
অদেখাকে আপন করে ।


ভালোবাসে নয়ননীরে , জীবনটিরে ,
দিয়েছি তাকে , ভুবন ঘীরে, দেখি তার স্বরূপটাকে,
হয়ে গেছে পাগলা মতি ,
বিরহের আগুনরথে , চলছি পথে ,
ভোরটা হলে, প্রেমিক মথে , খুঁজি একা পথটা চলে ,
কবে পাবো জীবনপতি ।


দেখা নেই আজও তার , একটিবার,
ইতিকাবেলা , বিরহ সার , ঘাটে দেখি পারের ভেলা,
কালেযম নাবিক বেশে ,
ঈশারায় ডাকছে আয় , আঁধার গাঁয় ,
যেতেই হবে , সময় যায় , কাজ শেষ সুন্দর ভবে ,
যাবি প্রাণ পতির দেশে ।