জালের প‍্যাঁচে আছি


ঠাকুর  বিশ্বরাজ গোস্বামী


সইতে নারি, কইতে নারি, বইতে নারি ভার,
সকল শেষ, নকল বেশ, আসল নেই আর।
মানুষ দেশে, ফানুস বেশে, বেহুশ মনরাজ
মাতাল হয়ে, আতাল লয়ে, পাতাল মুখি আজ।
বনের জীব, মনের শিব, কু-রণে শুধু যাই,
রক্তির ঘোরে ,শক্তির জোরে, ভক্তির ফল খাই।
নেশাটা ময়, পেশাটা হয়, তেষ্টাতে খাই রক্ত,
ধরছি পণ, করছি রণ,  মরছে পরা ভক্ত।
বউল বোটে, মউল ফোটে , পউখে খাই মধু,
মূলের ঘরে,  ভুলের ভরে, ফুলেটা ভাবি বধু।
অনুর শান, তনুর চান, জনুর কাজে হয়,
করছি হেলা, ধরছি মেলা, ভরছি ঘোলা পয়।
কালের টানে, খালের বানে, জালের প‍্যাঁচে আছি,
ভুলটা করে ,মূলটা সরে, শূলটা কাছাকাছি।
দেশের খেলা, শেষের বেলা , মেলায় শেষ হবে ,
তাইতো আজ, নাইতো কাজ, সাঁইতো টেনে লবে।
করম ধরে, পরম পরে  , চরম নিক্তি ধরে,
দিবেন সাজা, নিবেন রাজা, জীবেকে বক্ষ পরে।