যৌবন বনে বসন্ত এলো বন্ধু এলো না
(বিচ্ছেদ গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


যৌবন বনে বসন্ত এলো বন্ধু এলো না ।
প্রেমের ফুল ফুটছে বনে ভ্রমর মধু খেলো না ।।

জীবনের বসন্ত বাগে , ফুটছে ফুল অনুরাগে ,
যতন করে রেখেছি তারে ।
প্রেমভরে  সমাদরে , মধু নিবে মধুকরে ,
জীবনবেলা গেলো ঢলে প্রাণভ্রমরা এলো না ।।

ফুলের পাপড়ি সুখিয়ে গেলো, জীবনটা তাই এলোমেলো,
চলছি একা নয়নে ভেসে ।
যৌবনবনে ফাগুন এসে ,আগুন ধরায় অবশেষে ,
সেই আগুনে মলাম আমি প্রাণের বন্ধুরে  বিনা ।।

বিশ্বরাজের বিকেলবেলা, তীরে আসছে পারের ভেলা,
ব্যথার মালা গাঁথছি একা একা।
আর হবে না বন্ধু দেখা, এই কি ছিলো কপালে লেখা,
জীবন ভরে বুকের মাঝে রইলো মরণ যন্ত্রণা ।।