জীবনের অব্যক্ত চিৎকার


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমি কবিতা লিখিনা,
জীবনের অব্যক্ত চিৎকার তুলে ধরি
সুবর্ণমালায়,
হৃদয়ের আচড়ে সাদা সাদা পাতা গুলি
ভরে দেই প্রেমের কাজল কালিতে,
তাই
তিরস্কার আমার পুরস্কার।
ভুল গুলি ফুল হবে জানি
কাব্য-ভ্রমরের ছোঁয়ায়,
পাবো
জীবনের পরম পাওয়া,  
না পওয়ার ভিড়ে,
এটাই আমার শান্তি।