জীবনটা পোঁড়া ভষ্ম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ওনাগরী
নাগর দোলায় বসে
অনুরাগের রং মেখে
মালা গেঁথে যাচ্ছো ,
প্রেম কুমকুম
পরিয়ে দিচ্ছো,
আমার ঘুমঘুম চোখে
নয়ন সাগরে
ডানগাল উপকূলের ঢেউ ,
তোমাকে চায় ।
মৌ-পতির ফুল মিতালী গানে
প্রাণের সুর বেজে উঁঠে
তোমার সুরে সুরে ।
ওনাগরী
নাগর দোলায় দোল দিলে
রাই-বেলার রাঙ্গা আলো
এসে খুলে দেয় আমার
হৃদয় করিডোর ,
ভোর হতেই বেয়ে বেড়াই
" মন পবনের না' "
দুরাগত মিলন সাগরে ।
এই দেখ
পঞ্চআত্মা , পঞ্চপ্রাণ
তোমার অভিসারে
ফাগুনের অগুন দোলায়
চৈতী রাগের  ইতিকা বেলা ।
ও নাগরী
আর কত দুলবে
নাগরের নাগর দোলায় ,
দিবে ছোঁয়া ছোঁয়া অছোঁয়া
আলিঙ্গন ।
জীবনটা হয়ে গেছে পোঁড়া ভষ্ম ।
মৌ মৌ মহুয়া বাতাসে
উঁড়িয়ে দিলাম সে ভষ্ম ,
চাই না কিছু আর
তোমার নিকট
চাই শুধু  
তোমার প্রেম সাগরে
ডুবে থাকতে,
এক দিন হবো আমি একাকার ।