জীবন্ত কোষাণুর তত্ত্ব


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী ।


তোমার সৃষ্টির রহস্য জানতে
প্রিয়তমা কবিতার
শরীরকে আমি করেছি সার্জারী
প্রিয় অতনুকায়ি ।
এতো রহস্যময় সৃষ্টির কারুকার্য
ওভা এবং স্পার্মাটোজোয়ার
মিলিত রূপ জীববীজ
বা
জীবন্ত কোষাণু ।
যার জন্য অবিরাম চলছে
লাব-ডাব শব্দের খেলা ।
এই খেলার খেলোয়ার তুমি
অদ্বিতীয়ম ।
তোমার অস্তিত্ব খুজতে
মনেকরি
বিজ্ঞান পেয়েছে
নিউক্লিয়াস যা কোষাণু নামে
পরিচিত ,
প্রোটোপ্লাজমের মধ্যে বিরাজ মান
এর
সেল মেম‌্‌ব্রেন মধ্যে
রঙ্গিন কণা , চর্বি
এবং
গ্লাইকোজেনে তোমার জীবন্ত অ‌স্তিস্থ
বিরাজমান
কিন্তু
মৃত নিউক্লিয়াসকে রঙিন

আগোলাকার দেখায় যা
নিউক্লিওলাই নামে পরিচিত
তোমার সৃষ্টির মাধুর্য
কোথায় শেষ আজও অজানা
এই আজাকে জানতে
জানা যায়
সেল মেনব্রেনকে ঘিরে রয়েছে
সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস
আর সাইটোপ্লাজমে আছে
হায়ালোপ্লাজম
যা সাইটোপ্লাজমের মূলসত্বা ,
এর
গায়ে লেগে আছে রিমোপ্লাজম ।
অবাক হোতে হয়
তোমার সৃষ্টি রহস্য দেখে
নিউক্লিয়াসের নিকট জলের মত
গ‌ল্‌গি এপারেটাস
যার ভিতর আছে সব ধরনে রস ভর্তী
থলে
এছাড়া
সাইটোপ্লাজমের মধ্যে ভেসে বেড়ায়
মাইটৈকন্ড্রিয়া
আবার
ক্রেব সাইকল তৈরী হলে
মাইটোকন্ড্রিয়ার আধিক্য দেখা যায় ,
আর
অক্সিজেন ছাড়াই
গ্লাইকৈজেন ও গ্লুকোজ ভেঙে গেলে
ক্যানসার সেলে
মাইটোকন্ড্রিয়া কদাচিৎ দেখা যায় ।
মাইটোকন্ড্রিয়াই মূলতঃ পাওয়ায় স্টেশান
এই পাওয়ার স্টেশনে
প্রচুর রিবোনিউক্লিক এসিড( আরএনএ)
এবং
সামান্য ডিয়ক্সিরিবোনিউক্লিক এসিড
(ডিএনএ)  আছে ।
আমাকে জানার ইচ্ছা বাড়িয়ে দে
এই
ডিএনএ

আরএনএ
কারণ
এদের ঘাটলে পাওয়া যাবে
রিবোজম ,সেন্ট্রোজম, সাহায্য
নিউক্লিয়াসের ক্রিয়া-কলাপ ।
এখানেই শেষ নয় এরপর আছে
ঝিল্লি ও তন্তু।