কবে যম মারে বাণ
(বিলিরিকরথ ধারা তিন
কঠামো তিন)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সাধ ছিলো বড় হবো, সব গেছে আছে খেই,
বাধ ভাঙে চক্ষুজলে, আর কিছু সাথে নেই '
খেলা সব  বসে বাটে,
ভেলা ঘাটে, বেলা পাটে,
ঘুরে ঘুরে দিন কাটে , হেলা করে যায় জান  ,
সূরে বসে গাই গান  , পুরে সুধা করি পান   ,
নেয়ে হই সুখে সুখে,
বেয়ে যাই একা তরী, বেলা শেষ দুখে দুখে।


সারিসারি দেখি শুধু , টাকা নিয়ে বসে মেলা,
দারি রাখা দরজাতে,  টাকা টাকা করে খেলা,
চলে ওরা নিয়ে ছল,
ছলে বল ,বলে খল ,
করে ধরে মিঠে ফল , দলেদলে আছে দেশে,
ঘরে থাকে ভালো বেশে, হরে জান হেসেহেসে,
শেষ করে নিজে ধারা,
বেশ আছে সুখে দেশে, তবু দেখে দিনে তারা।


টাকা চেলে দয়া করে, টাকা দিয়ে সুদ খায়,
ঢাকা রাখে নিজে দোষ, কথা বলে বুকে আয়,
নই মানি আমি জানি,
মই টানি,  লই ঘানি,
হেলে গেছি শুনি বাণী  , তবু কাজে আমি মুটে,
ঢেলে খায় ওরা সুধা, পেলে ধন নেয় লুটে,
কাজ করে হীন লোকে,
তাজ পরে মানি যারা, হীন যারা মরে শোকে।


বড়ো হবো নেই আশা, হেলে আজ গেছে সূর,
জড়ো আমি হয়ে আছি, সব করে দুরদুর,
আর কিছু সাথে নাই
বার তাই ,  সার পাই,
গান দুখে গেয়ে যাই,  হার মনে আছি ভবে,
বাণ মারে যম কবে,  জান জানি শেষ হবে,
মাটি হয়ে যাবে দেহ,
বাটি ঘর রেখে যাবো, পর আর নেই কেহ।
--------------------------------------------------------------------
* উপরের লেখা উল্টালে কেমন হয় দেখুন*


কবে যম মারে বাণ
(বিলিরিকরথ ধারা তিন
কঠামো তিন)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


খেই আছে গেছে সব, হবো বড় ছিলো সাধ,
নেই সাথে কিছু আর , চক্ষুজলে ভাঙে বাধ ,
বাটে বসে সব খেলা ,
পাটে বেলা,ঘাটে ভেলা ,
জান যায় করে হেলা , কাটে দিন ঘুরে ঘুরে ,
পান করি সুধা পুরে, গান গাই বসে সূরে ,
সুখে সুখে হই নেয়ে ,
দুখে দুখে শেষ বেলা , তরী একা যাই বেয়ে ।


মেলা বসে টাকা নিয়ে , শুধু দেখি সারিসারি ,
খেলা করে টাকা টাকা , দরজাতে রাখা দারি ,
ছল ওরা নিয়ে চলে ,
খল বলে,বল ছলে ,
দেশে আছে দলেদলে ,ফল সুধা ধরে করে  ,
হেসেহেসে জান হরে , বেশ ভালো থাকে ঘরে ,
ধারা নিজে  করে শেষ ,
তারা দিনে দেখে তবু ,দেশে সুখে আছে বেশ ।


খায় সুদ দিয়ে টাকা ,করে দয়া চেলে টাকা ,
আয় বুকে বলে কথা , দোষ নিজে রাখে ঢাকা ,
জানি আমি মানি নই ,
ঘানি লই, টানি মই ,
মুটে তবু কাজে হই , বাণী শুনি  গেছি হেলে ,
লুটে নেয় ধন পেলে ,সুধা ওরা খায় ঢেলে ,
লোকে হীন করে কাজ,
শোকে মরে যার হীন, যারা মানী পরে তাজ ।


সূর গেছে আজ হেলে , আশা নেই হবো বড়ো ,
দুরদুর করে সব , হয় গেছি আমি জড়ো ,
নাই সাথে কিছু আর,
পাই সার,তাই বার,
ভবে আছি মেনে হার , যাই গেয়ে দুখে গান ,
হবে শেষ জানি যান , কবে যম মারে বাণ,
দেহ যাবে হয়ে মাটি , যাবো রেখে ঘর বাটি ।