কাব্যশোভা হৃদয় রাণী
(হৃদমেটিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সব কিছু নিয়েছো হরে ,আপন করে,
কবিতা তুমি , জীবন ভরে , ছন্দে ছন্দে চরণ চুমি,
কাব্যশোভা হৃদয় রাণী ,
ভালোবেসে গিয়েছে কুল, প্রেমের ফুল,
দিয়েছি সব,করিনি ভুল, কাব্যরসে করছি রব,
শুনি হৃদে তোমার বাণী ।


বিশ্ব ভরে তোমার আলো , তুমিই জ্বালো,
অরূপে দেখি, মাধুরী ঢালো , কাব্যগীতি তাইতো লেখি,
সুর ছন্দ তোমার দান ,
গেয়ে যাই তোমার সুরে ,ঐহিকপুরে
রাখেছো সাথী , রয়েছ দুরে , শব্দমালা বিরহে গাঁথী ,
ঝরে তাই আঁখির বান ।


আমারই কবিতাখানি , প্রেমেরদানি
তোমার জন্য , কাব্যর ঘানি , টেনে তবু হয়েছি ধন্য,
আপনার করেছো বোলে ,
গেঁথে যাবো শব্দের মালা ,মনের ডালা ,
ভরবো বসে , হৃদয় তালা , খুলে দিবো প্রেমের রসে ,
আয়ুবেলা গেলেও চোলে।

বিশ্ব ভরা তোমার ছবি ,তাইতো কবি,
লেখাতে পায় , জ্ঞানের রবি , ন'লে আলো কালোতে খায়,
শেষে হয় সবই ভুল ,
তুমি ছাড়া অচল প্রাণ , আত্মার ঘ্রাণ
সকল শেষ ,বিপদে ত্রাণ , করে নেও তোমার দেশ,
তুমি আদি প্রাণের মূল ।