কবে আসবে নতুন ভোর


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সরল কথা বলা যায় না,
বলতে গেলে মান পায় না
যায় না কেউ সরল পথে ।
আলোতে আজ কেউ চলে না,
সঠিক কথা কেউ বলে না
কেউ উঠে না  সত্যের রথে ।


বিশুদ্ধ প্রেম কেউ করে না,
স্রষ্টার প্রেমে কেউ মরে না,
হৃদয়টাকে মারছে শুধু ।
সত্যের রঙ কেউ মাখে না,
কোনোই কথা কেউ রাখে না,
বিশ্ব হৃদয় করছে ধুধু ।


পৃথিবি আজ শান্তি পায় না
শান্তির গান কেউ গায় না,
মুখেই শুধু শান্তির বুলি,
মরনখেলা কেউ ছাড়ে না ,
মনের ধূলো কেউ ঝাড়ে না
গোপন ভাবে  উড়ায় ধূলি ।


প্রাণের দাম কেউ দেয় না,
আত্মার সুধা কেউ নেয় না ,
শুধুই আছে শক্তির জোর ।
দুষ্টের নীতি  কবে রবে না,
থানা ও হানি আর হবে না,
কবে আসবে নতুন ভোর।