কখন কার হবে মরণ
(ধুয়া গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কখন কার হবে মরণ কেউ তা জানে না
ওরে আমার মন,
বাঁচার আশা মিছে অকারণ ।
চিরোদিন কেউ থাকে না বেঁচে , এই দুনিয়ায়,
কেনো আছিস ভুলের খেলায় , শুধু সারাখন ,



একা এসে পেলিরে তুই মায়ার পরিবার,
ভাবলি না তুমি ধীরে ধীরে দেখবি অন্ধকার ।
কোনো সাথী থাকবে না আর , জীবনবেলা শেষে,
থাকবিরে শেষে বেহাল বেশে , হারায়ে মূলধন ।।

আমার আমার যত করিস কেউতো আমার নয়,
ভেবে দ্যাখ মন বিশ্ববন্ধু বন্ধু অসময় ।
তারে ভুলে করলিরে ক্ষয় দেহের ষোলআনা,
কানাকড়ি কেই দেবে না পারেরই লগন ।।

এখনই তোর ওরে ওমন মরন হোতে পারে,
খেলিস না কাম কামনার খেলা মায়ার অন্ধকারে ।
মনেপ্রাণে  ডাক তুই তারে, যে ,যে জন প্রাণদাতা
হৃদয়ে তার আসন পাতা , দিয়ে প্রেম রতন ।।

বিশ্বরাজ বলে ওমন সময় তোর নাই,
মোহঘুম ভাঙ্গরে তোর কামনায় দে ছাঁই ।
বিফলে গেছে জীবনটাই ,দ্যাখরে হিসাব কোষে
কাঁদবি শেষে একা বসে ,বেলা শেষে সারাখন ।।