কালার প্রেম বড় ছোঁয়াচে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কালার প্রেম বড় ছোঁয়াচে সখি তোরে বলে রাখি ।
আমার ছোয়া লাগলে পরে বুঝবি শেষে জ্বালাটা কি ।।

নাম নিলে সই প্রেমের জন্ম হৃদয় মাঝে হয় ,
নামের মাঝে নিরাকারে নামি মিশে রয় ।
নামে প্রেমের মধুর বন্যায় , সখি আমি ভাসতে থাকি ।।

যার নামটি এত ভালো তারে দেখি নাই,
তার প্রেমেতে মরছি জ্বলে কবে দেখা পাই ।
প্রেম আগুনে হোতেছি ছাই , প্রাণটা শুধু যেতে বাকি  ।।

অবেলাতে মরবো সখি  কালার প্রেমবিষে ,
বিশ্বরাজ কয়  প্রেমের বিষে নাইরে দিগদিশে ।
দেখা আমায় দিলো না সে , এই যন্ত্রণা নিয়ে থাকি ।।