কালো বেশে সাঁঝআলো


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ভালোবেসে গেলে কুল,
কালোরেষে ঝরে ফুল ,
শুধু ভুল , নিয়ে থাকে,
কলঙ্কটা বাঁকে বাঁকে ,
ঘুরপাকে , ছাড়ে মূল
সব ফুল , হয় শেষে ,
ভেসে যায় দূর দেশে
তনুটায় পড়ে থাকে ।


চৈতালির , ক্ষরোধারা,
মৈতালির ভগ্নপারা ,
গোনে তারা,অন্ধকারে
বৃথা হয় বারেবারে,
শুধু হারে , তবু তার
বারবার , হোতে চায় ,
আঁখিটায় ভেসে যায়,
অশ্রুগাঙে বেগাকারে ।


ফাগুনের চৈতি রাগ ,
আগুনের  বড় দাগ,
আরো আগ ,ঘোর কালো ,
বাসরটা বাসো ভালো ,
নেই আলো , একা আজ
আনকাজ , রাজ রাগে ,
দেখো আগে জীববাগে ,
কালো বেশে সাঁঝ আলো ।