কামযজ্ঞ
(শব্দবর্ণিক ধারা এক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কামযজ্ঞে নিশিদিন , আত্ম কোলাহল,
চন্দরীতি ছল-বল , কুচিন্তার কাজ,
দন্দ রূপ সব সাজ , চিত্তে অবিরত,
ইচ্ছা মনে আছে যত , সব উল্টোকল ।
উল্টাচলে অবিরল , রক্তি প্রেম জ্বরে,
আত্মরতি শেষ করে, ভ্রষ্টানীতি যত,
মন্দ মনী মনমত , যম অস্ত্র ধরে,
পৃথ্বী সুখে নারী-নরে , অন্ধ শতশত।


কল্পমৃগ হয় সুখ , কামযজ্ঞ সারে,
চিত্ত রাখে অন্ধকারে , জ্ঞানী খুব হয়,
আত্মসুধা করে ক্ষয় , রিক্ত হয়ে থাকে,
সন্ধ্যাকালে ছবি আঁকে, কষ্টে বারেবারে,
শুদ্ধ হয় একেবারে , চিত্তে যম ভয়,
স্রষ্টা যিনি তার হয় , নিষ্ঠা ভরে ডাকে।