করছে পাগলিনী
( বিশ্বরাজ ভজন)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পরিপূর্ণব্রহ্ম শ্রীহরিচাঁদ , করছে পাগলিনী,
জীবন যৌবন সকল দিয়ে , হইছি কলঙ্কিনী ।।


হৃদিফুলে হরিভ্রমর , দিচ্ছে প্রেমের হুল,
তাই সজনী, দিন-রজনী , সব হয়ে যায় ভুল ।
চলে গেছে জাতমানকুল , হইছি ভিখারিনী ।।


হরিচাঁদের টানে আসে,জীবন গাঙ্গে বান ,
বানের জলে ভেসে গেছে আমার কুলের মান ।


কুল হারায়ে বিশ্বরাজ, আজ দিশেহারা,
হরি জীবন, হরি মরণ , হরি নয়নতারা ।
বইছে দুই নয়নে ধারা, হয়ে অভাগিনী ।।