করোণ ভাইরাসে আক্রান্ত প্রেম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


শ্বস-প্রশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে
বন্ধ হয়ে যাচ্ছে
লাব-ডাব শব্দটিও
করোণ ভাইরাসেআক্রমনে ,
তবু ইচ্ছার দাবানল জ্বলে
করোণ করোণা সাথী
বুঝনা কেনো
দাবানলের তলাগুছি হলে
করোনই নিবে
মৃত্যুর কাঠগড়ায় ।
বড় দুঃক্ষে বিষয়
প্রেমও করোণ ভাইরাসে আক্রান্ত
স্বার্থের ময়দানে।
বুঝা বড় কষ্ট ভাইরাস মনের
রাজনীতি,
ফরমালিনে ভরা বাকযন্ত্রের
শব্দ তরঙ্গ।
তাই
মনেও
পরতে হবে জীবাণু মুক্ত এমন কিছু
নইলে
পৃথিবি হবে
ভাইরাসপ্রেমের আবাস ভুমি।


লেখা
২০০৯
৩- ডিসেম্বর
১৯শে অগ্রহায়ণ ১৪১৬
বৃহস্পতিবার
রাত-১২ঘটিকা।