কার্টুন প্রেমের ফাঁদ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ফাগুনের আগুন ঝরা দুপুর
বাজে নিরোর বাশী
তুলতুলে প্রেমের রাগ।
আচমকা বোশেখীর পোয়াতী মেঘ
গাঁথে বিদ্যুৎ মালা,
ফুটায় চৈতী রাগে মিষ্টি মিষ্টি
বৃষ্টির ফুল ।
বড় ভয় হয় বাসন্তীকা
বসন্ত বাগানে না আসে
ব্লাক উইডোর হাওয়া,
মরন খেলা না খেলে
মউল ফাগুন গন্ধে,
উলঙ্গ ইচ্ছার তানপুরা
মনপুরা জলসায়।
বাসন্তিকা
তোমার মনের ঘরে বসৎ নাকরে
বেলেগুয়েন্স,
বা
রক্তস্নাত রূপসী
এলিজাবেদ রোটারিও ।
ভাব
ড্রাগ কুইন অব প্যাসিফিকের কথা
পর্দার আড়ালে প্রেম নাট্যের
শীকারি নায়িকা ।
আমি  চাই না
সে বাতাস তোমাকে স্পর্শ করুক ।
তুমি কি জাননা
রোজমেরী ওয়েস্ট
অথবা
ইমরা গ্রীসের কাহিনী ।
ফেলনা আমাকে
কার্টুন প্রেমের ফাঁদে ।