খেয়া দেখি সাঁঝের ঘাটে
(হৃদিরিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তুমি আছো অতনুকায়, প্রাণে মিশে তনুর গাঁয়,
আঁখি চায় দেখতে আগে,
প্রেম তাই হৃদয়ে জাগে, নিশিদিন প্রানের বায়,
জীবনটা মধুর লাগে ।


সেই ভোরে আলোর হাসি, বেজে উঠে জীবন বাঁশি,
আজ চৈতী দুপুর বেলা,
বেয়ে যাই ফাগুন ভেলা, ভরা গাঙে তরীতে ভাসি,
দুরে রেখে পরম খেলা।


উল্টো স্রোতে জীবন জয়, ধারা উল্টালে রাধা হয়,
এই কথা বুঝিনি আমি,
এলো তাই দিঘল জামি, একা আমি লাগছে ভয়,
দুরে আজ জীবন স্বামী।


সব কিছু  জীবকে দিয়ে, খেলা করো প্রাণটা নিয়ে,
দিনরাত বায়ুর হাটে,
নিয়ে যাও নিজের বাটে, বিরহ আর বেদনা দিয়ে,
খেয়া দেখি সাঁঝের ঘাটে।