খেই ধরো মনেমনে
(বিলিরিক- ধারা তিন
কাঠামো তিন )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কালো মেঘ বেগ ধরে, খেলা করে শুধু বায়,
ভালো নয় কালো মেঘ, ঘরবাড়ি ভেঙে যায়,
করে শেষ বহু জান,
ঘরে বান , ধরে গান,
জল চলে টানটান,  ঝরে দেয়া সুরেসুরে,
ছলছল নদী দূরে ,  জল যায় ঘুরে ঘুরে,
ভাঙে আরো দুটি কূল,
গাঙে আছে ভারি বেগ, দেয় আরো করে ফুল।


রবি ভাসে  রাগেরাগে, দেশেদেশে বড় খরা,
ছবি হয় মেখে রাগ ,  যত আছে  মরামারা,
শেষ হয় দেহ লাজ,
বেশ সাজ , দেশ কাজ,
ক্ষয় করে আলোরাজ , রেষ তার রাতে থাকে,
ভয় আরো মেঘ ডাকে, লয় ভাব  বাকেবাকে,
জান আজ যায়যায়,
মান নেই আর ভবে,  জম আছে পায়পায়


মনে এলে ঋতুরাজ,  নানা রঙে ফুল ফোটে,
বনে গিয়ে সব অলি, রাতদিন মধু লোটে,
গুনগুন করে গান,
শুন তান, তুন বাণ,
ক্ষতি করে করে দান,  নুন দেয় শুধু ঘায়ে,
মতি ভুল পায়েপায়ে,  অতি রূপ গায়ে গায়ে,
রঙ নিয়ে তারা চলে ,
ঢঙ  করে  মনমত ,  মরে শেষে জাতাকলে।


কালো বড় মেঘ দেশে, ঝড় হবে খুব বেগে,
আলো নেই বাজ শুধু , বারেবারে আসে রেগে,
বেশ লোকে নিরুপায় ,
দেশটায়, শেষ  বায় ,
রণরণ মেঘ ধায়, লেশ করে শীলাঘাত ,
সারাক্ষণ দিনরাত  , হারাধন  খালি হাত ,
জয় করো সব বাধা,
ক্ষয় করো সব অরি , কেনো রবে বোকা গাধা।


বিঃদ্র-
কবিতাটির ডান দিকের শব্দ গুলি এক এক করে
বাম দিকে এনে সাজালেও মিল থাকবে এবং কাঠামোও ঠিক থাকবে  একটু দেখার অনুরোধ
করছি ।