প্রাণেরতরী-৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পোয়াতি কালোমেঘ শুধু করে
বিদ্যুতের খেলা, সারাটা বেলা
জীবন-আকাশে  দেয়ার গান,
কপালতলার নদীতে বান,
স্রোতের রেলা হৃদয়ের ঘরে।


মনমধুকর ফাগুন ফুলে
গুঞ্জন করে , প্রেম সমাদরে
ভুলে যায় সেই বেহানের সুর,
পর ভেবে পরকে করে দূর,
ধরণীর পরে দোলায় দুলে।


ভোরের নোদিটা এ কূলে আনে
প্রাণেরতরী, আভা মরিমরি
রক্তিম জোয়ারে সে সব ভুলে,
নিজে মাঝি হয়ে তরীটা খুলে,
ভরে সুখে তরী যৌবন গানে।


কার দান এই প্রানেরতরী
এই কূলে পেয়ে , যাই শুধু বেয়ে
কখনো ভাবি না কথাটি তার,
কু-পথটা শুধু  করেছি সার,
জোয়ার পেয়ে তরী খুলে মরি।


ইতিবেলা  সব  দিলাম তুলে
ভয়েতে মরি , বুঝি না কি করি
মন-আকাশে কালো মেঘে ঘেরা,
বুঝেছি আমি  পাপি ভবে সেরা,
এ প্রাণেরতরী নিও ঈশ কূলে।