কোনো ক্ষমা নেই


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


এক হাতে আছে প্রেমের অমিয়
আর এক হাতে বিষের খঞ্জন,
করবে তাদের প্রীতির সমিয়
করে না-কো যারা মানটি ভঞ্জন।


কাল মহাকাল আমি যমরাজ
মৃতুদন্ড দেয়া কাজটি আমার,
তাদের প্রাণটা নিবো আমি আজ
সুজোগ নেই-কো গতিটা থামার।


যারা শুধু করে প্রেমসুরা পান
আত্মসুখ আশা মন মাঝে নিয়ে,
তাদেরই জন্য আছে মৃত্যুবাণ
হত্যা করি আমি মৃত্যুবান দিয়ে।


প্রেম দিয়ে সুখী  পেয়ে সুখী নয়
ভোগের আশা নেই প্রেমের মাঝে,
প্রকৃত প্রেম-ই স্রষ্টামূখী হয়
আলো জ্বলে যায় জীবনের সাঁঝে।


সুদ্ধপ্রেম যারা কলঙ্কিত করে
মৃত্যুবাণ শুধু তাদেরকে দেই,
দয়াহীন আমি এই ধরা পরে
হৃদয়ের মাঝে কোনো ক্ষমা নেই।