লালবামন তারা চোখ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আলোর রূপ পাল্টাতে পারোনা
তৃতীয় নয়ন তারা
ছড়ায় মানবিক আলোর
মকম্মল রশ্মি ।
দেহাকাশের চোখ-তারা
মহাকাশের প্রোট-তারা করনা
কারন
ঐ তারা আলোর রূপ পাল্টিয়ে হয়
টেউরীতারা
তবু
অপরিনত ।
টি-টেউরী দেখ স্থীর নক্ষত্রের
আলো ছড়ায়  পূর্ণ রূপে,
জেনে রাখ
পরিনত তারা ফিউশনের মাধ্যমে
অক্সিজেন থেকে হিলিয়াম
তৈরী করে,
দেখায় লাল
মায়াবী আলোর ঝর্না ঝরায়
মাধবী রাতেও,
তাইতো সে
লালবামনতারা নামে বিকাশিত।
তোমার চোখ তারার রাগের জ্যোতি
কুমে হোক
লালবামনতারা চোখ
কর  স্নিদ্ধ আলোর ভালোবায় মূগ্ধ ।
তোমার আলের ফিউশনে মাধ্যমে
আলো দেক আমার
তৃতীয় নয়নতারা ।