মা নামের পাখিটি
(মাতৃ সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মা নামের পাখিটি আমায় দিয়েছে ফাঁকি ।
এই যন্ত্রণা কেমনে আমি বুকে চেপে রাখি ।।

মা আমাকে বাসতো ভালো  ভুলতে পারি  না ,
মায়ের মুখটা দেখলে যেত সকল যন্ত্রণা ।
মাতৃহারা আমি একজনা ,আমার মত নাই পাতকি ।।

মায়ের কাছে  করছি আমি অনেক রকম ভুল,
তবুও মা ক্ষমা কোরে দিছে সোহাগ ফুল ।
মায়ের জন্য মনটা ব্যকুল , শুধু মায়ের ছবি আঁকি ।।

মায়ের মত বান্ধব আমার আরতো কেহ নাই,
মায়ের কৃপা পেলাম না আমি বুকে দুখের হাঁই ।
এখন আমি কার কাছে যাই , বুকের ব্যথা কোথায় রাখি  
।।

আর কি দেখা পাবো মায়ের বিশ্বরাজ বলে ,
মনের কথা বলবো আমি থেকে চরণতলে ।
দিবা-নিশি হৃদকমলে , এই যন্ত্রণা নিয়ে থাকি ।।