মাকড়সার জাল


ঠাকুর  বিশ্বরাজ গোস্বামী


মাকড়সার শরীরে
প্রোটিন  ম্যাট্রিক্স

হার্ড টিস্যুতে বায়োমিনারেলস আছে
যা মাকড়সার চোয়াল
এবং
দাঁতের শক্তি  জোগায় ,
তাই
সবচেয়ে শক্তিশালী গ্রাফিন
যা মৌল কার্বনের ভিন্ন  অবস্থা
দেখতে কাচের মত সচ্ছ তরল পদার্থ ,
প্রণী-বিজ্ঞানী জলে মিশিয়ে
মাকড়সাকে খাইয়ে দেয় ,
আর ঐ মাকড়সা
সৃষ্টি করে
এক প্রকার শক্তিশালী জাল
তার তন্তুতে আছে
কার্বন ফাইবার
ফলে সে জাল হয় দারুণ  শক্তিশালী  ,
বিজ্ঞানের আবিষ্কারে
মুগ্ধ  আমি কবিতা
তবু
জেনে রাখো তুমি
ঐ জাল থেকে অনেক বেশি শক্তিশালী
মায়াবী মাকড়সার জাল ,
যা কারোর ছেড়া সম্ভব  নয় ,
কিন্তু
আমি  গবেষণা  করছি
এই  মায়াবী জাল ছিড়ে
কি ভাবে  খুঁজে  পাওয়া যায়
ঈশ্বরকণা
তুমি  আমার সঙ্গে থেকো কবিতা  ।