মানবতা অন্তরে নেই
(হৃদমেটিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রেম ঠিক বিদ্যুৎরাগে , প্রাণেরবাগে
গোপন ভাবে ,হৃদয়ে আগে , চমকায় গভীর দাবে
নিয়ে যায় অভিক গাঁয় ,
পাঞ্চালীর খেলাটি করে , কৈতুক ভরে
ফাগুন অলি , মাধুরী হরে ,  বিকাশিত করছে কলী,
বারবেলা প্রাণটা যায় ।


প্রেমে নেই অভীক আশা , প্রেমারা পাশা ,
খেলছে আজ , আত্মার ভাষা , ভুলে গিয়ে করছে কাজ ,
মরুমৃগ দেখছে শুধু ,
যুদ্ধ দ্বেষ অন্তরে ভরা , পরাৎপরা ,
অমিয় বাণী , দিচ্ছেন ধরা  , তুচ্ছ করে করছে হানি
আঁখিটায় দেখছে ধুধু ।


প্রেম আজ মরণ বাণ , হরছে  জান ,
ছলনা করে , করায় পান , কমনার মাদক ধরে ,
যৌবনের রঙিন রাগে ,
মানবতা অন্তরে নেই , নেশার খেই
চতুর দিকে , ধিনতা-ধেই , শুনি তার তরঙটিকে ,
সুখ নেই জীবনবাগে ।


মুখে নিয়ে মানব বুলি , গোপন ঝুলি,
সারাটিক্ষণ , গোপনে খুলি ,  হরে আনি পরের ধন ,
দেই নাই সত্যের দাম ,
বেলাশেষে সাঁঝের রাগে , অন্তরে জাগে,
নিজের ভুলে , সাঁঝের আগে , মরনের নদীর কূলে
বিধি আজ আমার বাম ।