মানবিক মানুষ হও
(আধুনিক গান )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মানবতন্ত্রের মন্ত্র নিয়ে
মানবিক মানুষ হও
মানুষকে ভালোবাস ।
কেন এত ভেদাভেদ ,
মানুষ মানুষে কর জেদ ,
কেন বিষাদ কালো ।


এই মানুষ-ই সৃষ্টির  সেরা প্রাণী ,
একটু স্বার্থের  হলে কম
এই মানুষ হয় মানুষের যম ,
মানে না ঐশিবিণী   ।
মানুষের চাই মানবতা,
সত্য প্রেম  পবিত্রতা,
চরিত্র চাই  ভালো ।।


মানুষ হয়ে মানুষ না হলে ,
বন্যপশু তারে-ই কয় ,
মানুষ যদি পশু হয়
মানুষ কি তাকে বলে ।
মানব শান্তি ধর্মের মূল,
মানবতা পারিজাত ফুল ,
প্রেমই ধর্মের আলো ।