মানুষের নেই মান
(বিলিরিক আদিধার এক
কাঠামো তিন)


মানুষের নেই মান, মন আছে আন কাজে,
সারাক্ষণ ঘুরে ঘুরে, কাজ করে আজেবাজে,
আত্মশুদ্ধি কিছু নেই,
ধেই ধেই, আছে খেই,
এক দল হবে যেই, দলপতি হয়ে যায়,
আবেগের খেয়ানায়, উঠে বড় সুখ পায়,
ভূকে সরা জ্ঞানকরে,
ইচ্ছাধীন চলে চলে, সময়টা যায় সরে।


মানুষের বেশ ধরে, ঘোরে সব দুষ্ট দল,
মুখে শুধু মিষ্টি বুলি মন মাঝে হলাহল,
নিশিদিন তারা ভাবে,
সুরা খাবে, সুখ পাবে,
এই ভাবে দিন যাবে, মনে মনে হয় রাজা
যাকে তাকে দেয় সাজ, দেহ রবে তরতাজা,
সারাখন নিশিদিন,
ভুলে যায় দেহটার, বলাবল হবে ক্ষীণ।


মানুষের মানবতা, জীবনের আদি মূল,
ভালোবাসা স্রেষ্ট ভবে, এই কথা নয় ভুল,
একদিন মৃত্যু হবে,
সব ভবে, পড়ে রবে,
দুষ্ট ইচ্ছা কেনো তবে, আত্মসুখে সারাক্ষণ,
মিছামিছি করো রণ, মনে রেখে দুষ্ট পণ,
খুঁজো সেই পরমেশ,
ভেবে দেখো আনকাজে,  জীবনটা হলো শেষ।


এখনও বেলা আছে, শুদ্ধ করো দেহ চিত্ত,
ছেড়ে দেও আজেবাজে, সৎ পথে আনো বিত্ত,
দেখো বেলা ডুবে যায়,
কালোছায়, ঘুম গাঁয়,
যেতে হবে খেয়ানায়, সন্ধ্যানদী পাড়ি দিয়ে,
একা একা ঘাটে গিয়ে, শুন্য দুই হাত নিয়ে,
অশ্রুজলে ভেসে যাবে,
সেই দিন তুমি শুধু, নিয়তিকে কাছে পাবে।