মরো আলোটাকে জ্বলে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বন্ধুবর, পর করে দিলে নাকি,
সিন্ধু মাঝে, সাঁঝে দেখ রঙ খেলে,
আত্মবাগে, রাগে প্রেম ছবি আঁকি,
সৃষ্টি করো, মরো আলোটাকে জ্বেলে।


মনোরথ, পথ চলে আঁকা আঁকা,
তরগতি, ক্ষতি করে চিন্তা নেই,
তবু করে, পরে মন সব বাঁকা,
মনে বাঁকে, আঁকে সব দুষ্ট খেই।


বিশ্বরূপে, চুপে যে-ই  তারে চুমি,
আত্মামিয়, পিয় পানে একা বসে,
তবু চিত্ত, বিত্তহারা চরে ভুমি,
রক্তি সুখে, দুখে হাসে নামযশে ।


একা বসে, কষে অঙ্ক ইতিবেলা,
নেই পুণ্য, নুন্যতম খালি ঝুলি,
খেলা ভাঙ্গে, গাঙ্গে আসে শেষ ভেলা,
চলে যায়, গাঁয় উঁড়ে বুলবুলি।