মরমি প্রেমবোমা


ঠাকুর বিশ্বরাজ ঠাকুর


পারদিয় অনুভূতির পাত্রে
দেখবো প্রেমের বিক্রিয়ারী নিউট্রিনো
শেষ করবো উচ্ছিষ্ট ইচ্ছার
অানুবিক শক্তি
জল করবো অজল হৃদয়,
যাতে নষ্ট না হয়
প্রেমিলেটন, হৃদনিউটন,
চিত্তোপ্রোটন
অার
সৎকিউলাস।
সুক্ষতর অণু কোয়াক্স
ও লেপটন দিয়ে
বিজ্ঞান বানাচ্ছে ধ্বংসাত্মক
আধুনিক বোমা,
কিন্তু
অামি বানাবো মরমি প্রেমবোমা।
চার্চধারি লোপটন জোড়র
চার্চহীন প্রতিকূল নিউট্রিনো নিয়ে যাবে
অাদি মানবিক নিউট্রিনো নক্ষত্রে
যাতে
নিউক্লিয়াস সৃষ্টি করতে না পারে
বিক্রিয়ারী  অমাবিক নিউট্রিনো
শুধু
সৃষ্টি করবে মরমি প্রেম বোমা
বিকাশিত হবে প্রেমের সুক্ষতর অণু
ঈশ্বরকণা।
তাইতো কবিতা
তোমাকে নিয়ে শুধু
গবেষণার জন্য গবেষণা
দুঃখ কর না
তুমি আমি হয়ে রব
নিটল প্রেমের উজ্জল নক্ষত্র।