মরণ শর


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সূর্যটা ঘামছে,তুর্যটা থামছে
বৃষ্টিটা নামছে, শুধু অবিরাম,
ডাকছে দেয়া,ভাকছে খেয়া
থাকছে নেয়া, বিধাতা বাম।


ধানের ভারা, জানের পারা
আনের দারা,সারা হয়নি,
যারা নকল, তারা সকল ,
শারা ধকল ,কেহ সয়নি ।


বৃষ্টি ঝরছে, দৃষ্টি মরছে,
সৃষ্টি করছে,গলিত মাটি,
মনো-রথটা, বনো-পথটা,
রণো-মথটা, নিয়েই খাটি।


নিয়ে অদল, পীয়ে বাদল
নদী মাদল,বাজায় শুনি
ভাসছে নাও,আসছে বাও
ঠাসছে ভাও,সাঁঝলা খুনি।


আঁখির বান, রাখির গান,
পাখির দান,পাখিটা পর,
খাঁচাটা ঘামে,বাঁচাটা থামে,
যাচাটা কামে, মরণ শর।