মরণে স্বরণে আসে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ফাগুন আগুন জ্বালে
হৃদয় মাঝে,
আমার থামার নেই
জীবন সাঁঝে ।
নিশ্বাসে বিশ্বাসে সেই
প্রাণের জন,
আশায় বাসায় থেকে
মজায় মন।
তাইতো নাইতো আর
ভয়ের রেষ ,
দুখের সুখের মাঝে
রয়েছি বেশ ।
যৌবনে মৌবনে আমি
পেয়েছি তাকে  ,
রেখেছি দেখেছি
কাজের ফাঁকে ।
অন্তরে মন্তরে তাই
করেছি আমি ,
ধরেছি বরেছি শুধু
দিবসযামী ।
মরণে স্বরণে আসে
আপন করে ,
যৌবনে মৌবনে আসে
নীতির ঘরে ।
অমল কমল হৃদে
ইতিকাবেলা ,
কাঁদন সাধন মাঠে
করছি খেলা ।