মাতৃ-সংগীত-৩


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মাতৃ হারা হয়ে গেছিরে  পাপি  আমি দুনিয়ায় ,
পেলানা মায়ের কৃপার কণা হাহুতাশে জীবনটা যায় ।

মাগো ছেলে ছলে আমি হতে পারি  নাই ,
তোকে ভুলে এই সংসারে  মায়ার মদক খাই ।
এখন , দুঃখ সাগরে তরীটা বাই, ডুবুডুবু এই তরিটায় ।।

হিসাবে করে দেখি আমি  করছি অনেক ভুল,
মাকে ভুলে চলে গেছে আজ একুল ওকুল ।
দেইনি মাকে ভক্তিরূপ ফুল ,নয়নজলে দু'পায় ।।

আমি মায়ের অভাগা ছেলে  জঙ্গলা আমার ভুই
দায়া কর মা দয়াময়ি তোর কোলে যেনো শুই ।
কেমন করে মায়ের কোলে শুই ,পাপি আমি দুনিয়ায়

অবহেলা করছি মাকে দেইনি মায়ের দাম,
বিশ্বরাজ কয় তাইতো আজ বিধি আমার বাম ।
ভুলে গিয়ে মা বলা নাম , অবেলাতে পারঘটায় ।।