মাতৃ সঙ্গীত -৪


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মায়ের কৃপা এ জীবনে পাবো নারে আমি আর ।
অপরাধ আমি করছি বহু মায়ের প্রতি বারবার  ।।

মা যে কত অমূল্য ধন আগে বুঝি নাই,
মাতৃহারা হয়ে এখন ছাড়ি দুঃখের হাঁই ।
আমার ভক্তির মূলে দিয়েছি ছাই, করে মায়ার করবার ।।

মায়ের পায়ে স্বর্গনরক সকল মুখে শুনি ,
মাকে ভুলে তবুও আমি মিথ্যের জ্বাল বুনি ।
এখন আমি দুখের দিন গুনি , দেখছি চোখে আন্ধকার ।।

মায়ের কৃপা না পেলে এই জীবনটাই ভুল ,
সর্গের থেকে গরিয়সী মা সব সাধনা মূল ।
আমি দেইনি মাকে এ হৃদয়ফুল , কুরি নি সুব্যবহার ।।

বিশ্বরাজ আজ মহাপাতকি  মাকে করে হেলা,
মাতৃকৃপা বিনে তাই যাচ্ছে জীবনবেলা ,
আসছে দেখি পারেরভেলা দয়ময়া মা করো পার ।।