মাতৃ -সঙ্গীত


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোর কাছে মা অপরাধী নিজের কর্মফলে ।
আপরাধ মা ক্ষমা করে  তুই ঠাঁই দে তোর চরণ তলে ।।

তুইতো মা করুণাময়ি , করুণা কর সদয় হয়ে ।
ভুলের বোঝা বয়ে বয়ে , পুঁড়ছি মাগো পাপানলে ।।

সংসার মায়ায় মত্ত হয়ে , তোকে ছিলাম ভুলে ।
আছি দুঃখ সাগর কূলে, গভীর অন্ধকারে । ।

নিজের কর্ম  ফলের জন্য   নিজেকে দেই ধীক।
কোনো কাজ মা করি নাই ঠিক , পাপি আমি  ভূমন্ডলে ।।

নরাধম বিশ্বরাজ বলে  তোরে মাগো হারা হয়ে ।
দুঃখের বোঝা মাথায় লয়ে ভাসি আমি চোখের জলে ।।


মাতৃ বিয়োগ হয়েছে
"দীব্য-লোকং স্ব-গচ্ছতুঃ"
আজ চৌদ্দদিন চলছে ।
6-4-2022
২২শে চৈত্র ১৪২৮
তিরোধান -১৯ই চৈত্র ১৪২৮
2-4-2022-ইং