মায়াবতী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কে তুমি অঞ্জনকেশী অঞ্জনিয়া,
আঁখি হেরে অনুবার সহজিয়া।
অঙ্গ-সংষ্কারে করে রূপবতী,
অঙ্গিকা করতে চাই পুষ্পসতী।
রয়েছি অজানি আমি তব আশে,
অধিরাজ সম আছি নিজ বাসে।
নইকো অদয় নই অনীশ্বর,
প্রেমাভিকোষটি তাই ভাঙ্গে ঘর।
অন্তরের মাঝে আছে দুখশীলা,
অত্যাকার দিচ্ছে শুধু অদ্রিকীলা।
অঙ্গারকৃষ্ণ বরণ দেয়া ভাসে,
অগ্নিসখা অতিবাতে বুঝি আসে।
অনুভার লতা দেখি  মেঘ ফাঁকে,
অহ-রহ বারেবারে দেয়া ডাকে।
অদয় ভাবটি ছাড়ো মায়াবতী,
অদীপে আলোটি দেও করো গতি।
অনুরাগে হিয়া দোলে অবিরত,
ভালোবেসে ঘাত সহি শতশত।
প্রেমাঙ্গুলিতোরণ দেখো  আঁকা নামে,
তোমাকে  নিয়ে থাকবো নিত্যধামে।