মায়াজমিক-বীজগনিত


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


সোরা , সাইকো , সিফি মায়াজম থেকে
বর্তমানে কোনো মানুষই
মুক্ত নয়,
তাই উদাহরণ স্বরূপ
বলা যায়
পুরুষ সাইকো প্রধান
আর
ঐ পুরুষের দারা সিফি প্রধান
অতএব
জন্মগত সুত্রে
সাইকো+সিফি মায়াজম নিয়েই
জন্ম গ্রহন করবে তাদের সন্তান।
এছাড়া
ঐ সন্তানে
পিতা ও মাতার মিলিত সুপ্ত  সোরা
নিয়ে কালাতিপাত করবে ।
তাই  বর্তমানে তার ভিতর
মায়াজমের হার আছে
(সাইকো+সিফি)+সোরা² ।
এই অবস্থায়
চুলকানি বা ক্ষতকারি জাতীয়
কোনো ব্যাধি হলে
ঐ ব্যাধি মার্কারী ওষুধ দিয়ে
অন্তর্ণিহিত করলেই
সিফির শক্তি দ্বিগুন বেড়ে যাবে
সেই সঙ্গে
সোরারও ঘুম যাবে ভেঙে  ।
আর
ব্যথা দায়ক কোনো ব্যাধিতে
ওষুধ সেবন করায়
ঐ ব্যাধি সারলেও
ঐ শরীরে তৈরী হবে
(সাইকো+সিফি)²+২(সাইকো+সিফি)
সোরা+সোরা² ,
যা ক্যান্সার মায়াজম নামে
শরীরে বিরাজ করবে
সারা জীবন
কারন
ব্যথা নাশক সকল ঔষধে
সাইকো প্রধান , সিফি তার পর
অন্যান্য মায়াজম থাকে।
তাই
যখন ব্যথার
উপশম কারক একাধিক ঔষধ
সেবন করবে
তখনই সৃষ্টি হবে
সাইকো²+ ২সাইকোসিফি+সিফি²+
২সাইকো সোরা+২সিফিসোরা+সোরা² ।
অতএব
এখন বলা যায় যে
{(সাইকো+সিফি)+সোরা}²=
ক্যান্সার ।
আবার অন্য ভাবে
বিশ্লেষণ করলে পাই
(সোরা+সাইকো+সিফি)²
=(সোরা²+সাইকো²+সিফি²)
+২সোরাসাইকো+২সাইকোসিফি+২সিফিসোরা ।
এবার
মিশ্রণ প্রক্রিয়া অনুসারে
বলা যায়
(সোরা²+সাইকো²+সিফি²)=ক্যান্সার ব্যাধি
+২সোরাসাইকো= হাইড্রোজনায়েড , কন‌্জামশন,
স্ট্রোমা এবং রিকেট‌্স ।
+২সাইকোসিফি=ক্যান্সার মায়াজম ।
+২সিফিসোরা= সিউডোসোরা,স্ক্রুফুলা ও
টিউবারকিউলিসিস ।
এখন বলতে পারি যে
রোগের জটিলতার করণ হলো
(সোরা+সাইকো+সিফি)² ।


গ্রন্থঃ-
মায়াজমিকচিত্র