মিলন হবো দু'জনায় কবে


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বিশ্ব ভরে তোমার শোভা দেখি
আর কিছু দেখি না ,
অন্য কিছু লেখি না ,
ভালোবাসি তোমায় শুধু আমি ,
হোক দামি , আর কিছু  চাই না ,
তোমার প্রেমামিয় ছাড়া কিছু খাই না ।


মনে হোলে তোমার কথা ছবি
কবি আমি হ‌ইগো,
ন'লে কবি ন‌ইগো,
আমাকে আমি যাই শুধু ভুলে ,
হিয়া ছুঁলে, তোমার স্মৃতি গুলি ,
অঙ্গে মাখি তোমার পদধুলি ।


তুমি এলে আমায় শুধু খুঁজি
পাই না নিজ সত্তা ,
তুমি প্রাণের কত্তা ,
বুঝেছি আমি আজ ভালোবেসে ,
প্রাণে মেশে, তোমার প্রেম আলো ,
আমাকে তাই লাগে খুব ভালো ।


চাওয়া শুধু এই মন মাঝে
শুনোগো বিশ্বরাজ,
পরাও প্রেমতাজ ,
মিলন হবো দু'জনায় কবে ,
এই ভবে , রবো তোমার হয়ে ,
ভালোবেসে যাতনা সয়ে সয়ে ।।


                            ২৫/৭/২০২২
                            সকালঃ-৮-২৮ ঘটিকা
                               সোমবার