মনে তাই ভয়


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ভালোবাসা শক্ত,
মাটি ফেঁটে রক্ত,
দেখি শুধু আজ,
শুধু কথা বলা,
আনকাজে চলা,
ফেলে সব লাজ।


সারা দিনরাতি,
সুতা দিয়ে হাতী,
বাঁধা শুধু আছে ,
জল নেই খাল,
দেখি আজকাল,
তাল বেল গাছে।


আন্ধে দেখে সোনা,
বালুকণা গোনা,
তা-কি ঠিক হয়?
বাঘে খায় ঘাস,
সতে পরে ফাঁস,
মনে তাই ভয়।