মঙ্গলতিল


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রকৃতিক নিয়মে হৃদব্যাটারী হচ্ছে চার্জ
আর
এমপিয়ার শুন্য হচ্ছে সুখ-সুড়ঙ্গ পথে
বারবার আলোকানন্দে।
আমারা বুঝি না
এ আলোকানন্দ অন্ধকারকে
দ্রুত কাছে আনে
আর
অন্ধকারকে করে ঘনিভূত,
এ এক ভবিষ্যে যমেলা সংকেৎ।
তবুও মঙ্গলতিল হেটে যায়
দূরন্ত খরোমালী বুক দিয়ে
পোঁড়াতে পারে না তাকে চিরোসত্য।
বাস্তবে এ দৃশ্য দেখেছেন অনেকে
চোখে রঙিন উপ-চোখ নিয়ে।
কলঙ্কের চিহ্ন এঁকে দিলো
সন্ধ্যাতারা ভালোবেসে কিছু সময়ের জন্য
আমিও তোমার প্রেম-সূর্যের বুকে
নির্মল মঙ্গলতিল এঁকে দিবো সুকতারা হয়ে
ব্লাকহোল পার হয়ে যাবো
তোমার দিব্যালোর প্রেম বন্যায়,
নষ্ট হবে না হৃদব্যাটারীর এমপিয়ার।
জেনে রাখ তুমি
আমি তোমার প্রেমের মঙ্গলতিল।