মৌলিককণার সহজাত ধর্ম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


এক্স আর ওয়াইয়ের জাইগটে
সৃষ্টি হয় প্রাণ-তারাবন
এবং
ফরমিয়ন অার বোসনকণায়
সূর্যালোর  সৃষ্টি,
এটাই মৌলিককণার
সহজাত ধর্ম  ৷
এবার শুনো কবিতা
মানবের স্পিন-অ্যান-মোমেন্টামও
দুই ভাগে বিভক্ত ,
একটিতে করে বাউল বাউলিয়া
আর
অন্যটি নেয় ভিন্ন পথে।
আমরা আজ
এন্টি স্পিন-অ্যান-মোমেন্টামে
আক্রান্ত,
হৃদ-ভাল্বের বিশুদ্ধ আলোর
বোসন কণা
আর
বিজোড় ফরমিয়ন,
কৃষ্ণগহ্বরে যাচ্ছে হারিয়ে     ৷
হার্টসেলে পবিত্র প্রেমের
মৌলিককণা,

গড-পর্টিক্যাল বোড
আছে কিনা
বা
থাকলেও তা
কেমন আছে
জানতে বড় ইচ্ছা কবিতা,
আরো জানবো
মাইক্রোসেলিন
আর
এস,পি,এম
কেন জেগে ঘুমায়
ফাগুনের আগুন জলসায়,
উচ্ছিষ্ট ইচ্ছার বসন্ত
কেন নষ্ট করে
দু'টি সত্বার জাইগট
রাতের অন্ধকারে।
তাইতো আমি
তোমার মাধ্যমে
ব়েখে যাবো কবিতা
দিব্যালোর ফরমিয়ন
এবং
বোসনকণা প্রেম কোষে ৷
পৃথিবী হবে মরমি আত্মার
ছাঁদনা তলা
এবং
তোমার আমার ফুলসজ্জা হবে
মৌলিক কণার সহজাত প্রেম ধর্মে ৷