মতুয়াবাগে
(বিশ্বরাজ ভজন)


ঠাকুর  বিশ্বরাজ গোস্বামী


মতুয়াবাগে, হরিপ্রেম অনুরাগে , জীবন যায় ।
হরিপ্রেম জ্বালাটা কত বুঝানো বড় দায় ।।


হরিনামের মালা গেঁথে পথপানে আছি চেয়ে ,
আসবে কবে প্রাণেরহরি আশার পথটি বেয়ে ।
আশার তরীর হয়ে নেয়ে ,বেলা কি যাবে অবেলায় ।।

চোখেরজলে প্রেম তুলিতে হরির ছবি আঁকি ,
বিরহ বেদনা নিয়ে মরণজ্বলায় থাকি ।


নাবলা এক জ্বালা নিয়ে  ক্যামনে বাঁচি ভবে ,
বিশ্বরাজ বলে কবে হরি আমার হবে ।
মেতে রবো মতুয়া উৎসবে হরিনামে দুনিয়ায় ।।