মাইক্রোরোবট প্রেম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার শরীরে ঢুকতো আমি
মাইক্রোরোবট হয়ে ,
দেখবো-
আলিঙ্গনে কেন
আলপিন দেয় মন-ভ্রোমর
চাপা গলির চাঁপাফুলে
ছড়ায় সংক্রামক ব্যাধি ,
বিশ্বাস কর
তোমার কোন ক্ষতি হবে না ।
জৈব স্নায়ূতন্ত্র যুক্ত সাইবার প্লাজম
ল্যামপ্রি থেকে তৈরী
মাইক্রোরোবট ।
ভয় কি
আমি কবি
কাব্যিক প্লাজমে তৈরী
আমার প্রেম-মাইক্রোরোবট,
যা সাহিত্য সাগরের মরমি ল্যামপ্রি সত্ত্বা
আর
তুমি হবে আমার কবিতা
রোগমূক্ত প্রেমিকা ।