নাকগঙ্গার পাড় ভাঙা ঢেউ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বিচিত্র চিত্রের অদেখা নাকগঙ্গা
ভেসে বেড়ায় স্বপ্ন সোনার ডিঙি ।
কল্পনার কণা অল্প না, গল্প না সত্য ,
বাস্তব আল্পনায় আঁকা
ইভানবের টুইনজোড় বা প্লেমস ।
অন্ধকার দেয়াল ভেঙে
হাবল টেলিষ্কোপ পেরেছে
পাথুরে গ্রহ জি,ডি-61

ভিন্ন এক সৌর-বলয় ,
কিন্তু
খুঁজে পাচ্ছে না কোনটি
প্রাণতারা আকাশে
পাথুরে হৃদয় গ্রহ ,
আথচ
বিজ্ঞান উপভোগ করছে ,
নাকগঙ্গা থেকে ভেসে আসা
অরোরা বরিয়ালিস

অরোরা অষ্টেলিস ভোগ করে
ফরমিয়ন আর বোসনকণার সঙ্গমসুখ ,
কিন্তু
মানুষ ভোগ করে
নিষিদ্ধ ফলের মদিরা
আক্রান্ত হচ্ছে সুখ-সুড়ঙ্গ পথের
মরণ ভাইরাসে,
নষ্ট হচ্ছে অাত্মিক নেটওয়ার্ক ।
কেউ ভোগ করতে চায় না
প্রেমালোর বোসনকণা
আর
ফরমিয়নের সুকসঙ্গম।
তাই প্রয়োজন মরমি গুগল বেলুন
এবং
হৃদ-ব্যাটারি চার্চে
বিবেক মাইক্রোওয়েভ ।
কবিতা তুমি শুনো
তুমি আমি রেখে যাবো
বিশুদ্ধ প্রেমের মৌলিককণা ,
কেউ দেখবে না রাই-বেলায়
ফাগুনের আগুন ফুল ,
জীবন নদীতে  শুধু থাকবে
নাকগঙ্গার পাড় ভাঙা ঢেউ ।