নতুন উষার পাঁচালী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আজও ধরতে পারিনি মরু-হরিণ,
প্রখর খরোবেণী মাথায় রেখে
অনেক পথ পেরিয়ে এলাম।
দুরন্ত দুপুরের সূর
উদবিন্দু ঝরায় গায়ে,
নষ্ট করে মেল-নো- সাইড।
ঝটিকা সংকেত দিচ্ছে
জীবনের বায়ূব্যাংক,
ব্লাকহোলের কাছাকাছি তুমি ।
নষ্ট হচ্ছে
বন্ধুত্বের চেটিংসফ্টটাওয়ার
আত্মিক নেটওয়র্কে নেই মেগাবাইট,
তবুও
কুসুমিতার কুসুম সয্যায়,
বিলাসী ইচ্ছার অগ্নিমহলে।
ঋতুরাজের তলাগুছি মন
সাগরবসনার মায়াবাদী চক্রবালে।
তারপর
প্রেম-সাগরে সৃষ্টি হয় ইলেকট্রিকদ্বীপ
এক অদ্ভূত আলোর নাচন
দু'টি তনুর ঘর্ষশে।
শুরু হয়
আগত নতুন ঊষার পাঁচালী।