নেই


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমিত্বালো জ্বালাতে নেই
ভয় পেয়ে পালাতে নেই
ধেইধেই  নেচো না আর,
অন্ধকারে চলতে নেই
মিছেকথা বলতে নেই
দুষ্টখেই করো না সার।


সৎপথে থামতে নেই,
পচাজলে নামতে নেই,
রাখবেই  বিধি মান,
পরোদোষ গুনতে নেই,
দুষ্টকথা শুনতে নেই,
পাবে সেই পরের দান।


নষ্টপ্রেম করতে নেই,
নষ্টসঙ্গ ধরতে নেই,
ধরাতেই থাকবে ভালো,
মন্দকাজ করাতে নেই,
ন্যায়দীপ সরাতে নেই,
জ্বলবেই জ্ঞানের আলো।


ভাবো বসে বাড়িটা নেই,
টাকাকড়ি গাড়িটা নেই,
আসবেই পারের ভেলা,
নিজেজ্ঞানী ভাবতে নেই,
বাঁকাভাবে  ডাবতে নেই,
জগতেই স্রষ্টার খেলা।