নিশীথসূর্য


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ছ'মাসের কালো-পোয়াতীর
দেখেছি নিশীথসূর্য এক।
বিশ্বাস না করো
পৃথিবীর আয়ন অংকে
হিসাব করে দেখ
সে এক সূর্যের প্রেমগতি,
তোমাকে একবার দেখেছি
কালো পাহাড়ি রাতে
দিঘল অন্ধকার বুকে।
প্রথম দেখার সুবর্ণ সময়ে
তোমাকে বরণ করে নিয়েছি
আমার প্রাণযুস দিয়ে,
কাঁচ কাটা হীরে দিয়ে কেটে দিলে
আমার স্বপনীল আয়না,
সবুজ ঘরে জ্বলে হলুদ বাতি
আমার পোয়াতীরাতে।
প্রেম-সূর্য পারোদ গলা তাপ দিলো
জলদমেঘের ভেলা ভেঙে,
সুখায় আমার আঁখি-সাগর
ব্যথার বালুচরে একা।
আমার মধ্যহ্ন ভালোবাসার
নিশীথসূর্য তুমি,
ফাগুন দিনের ঝনঝনে তাপে
গলে যাচ্ছে  হৃদয়বরফশীলা,
একবার এসে দেখে যাও
সে জল বয়ে যাচ্ছে আজও
তোমার ঠিকানায়।