নিত্য খেলা তোমার সাথে  হয়
(রাগ-প্রধান সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


নিত্য খেলা তোমার সাথে হয় , হিয়ার মাঝে ওগো প্রেমময় ।
খেল্লে খেলা আপন করি জয়  ।।


সেই ভোরে প্রথম হয় খেলা , তাই দেখি নিত্য তনুর মেলা ।
আমার এ যাবার ক্লান্ত বেলা ,ঈশারাতে তোমার কথা কয় ।


ক্ষণে আসো এই হিয়ার মাঝে ক্ষণে তুমি লুকিয়ে কোথা  যাও ,
সুমধুর প্রেমের দোলা দিয়ে  মাতাও বসন্তের মিষ্টি বাও ।


রাইবেলা পড়ছে দ্যাখো ঢলে , বসন্তের বাতাস শতদলে ,
কপালতলার নোদির জলে , ডাকে বান তোমার স্মৃতি  রয় ।।