নিউক্লিয়াসের আক্রমন


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


মঙ্গলের মার্টিয়ান সভ্যতা,
নিউক্লিয়াস আক্রমনে হয় ধ্বংস
কিন্তু
ধ্বংস হবার ধ্বংস হবার কথা ছিলো না ,
তাই
আমার ভয়ইচ্ছার থার্মনিউক্লিয়াস
সাদা সাদা প্রাণকোষে অমঙ্গল না আনে
কাফন কাপড়ে বাধা আজ মানবিক গর্ভকোষ ।
তোমার মনের উত্তেজক নার্ভে পেয়েছি
ইউরিয়াম তথ্যদিচ্ছে সুনামী সংকেৎ ।
না হইয়ো না, দানব মানব মহেশ
তাঁজা রক্তের লোভে ,
কারণ
অমল রক্তে ভরা আমার প্রেম-দানী ,
তাহলে মন-আঙ্গিনায় বাসিন্দা হবেনা
জুলিয়া ক্যালেলাসের আত্মা ।
তুমি কি বুঝনা ,
রাগেলা রোদের বেণীফুল
আমার মন খোপায় ,
শুধু তোমার প্রেমের গন্ধ ছড়ায় ,
তাইআমি তেমাকে নিয়ে যেতে চাই
মায়াবাদী মানবিক সভ্যতায় ,
তুমি হবো অসমানী প্রেমের উপমা ।