অকারণ দোলে না
(রাগ-প্রধান সংগীত)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


অকারণ দোলে না কুসুম বনে বনে ।
দোলে কুসুমদল অলির পরশনে ।।


বসন্তের বাতাসে দোলায় ,
মধুকর ফুলকে ভোলায় , গুঞ্জরণে ।
প্রেমের দার নিত্য খোলায় , শিহরণে ।।


মাধরী পানে মাধুরী দানে ফুল অলি ,
ভুবন মাঝে ফুঁটছে নিত্য  ফুলকলি ।


ফুলবনটি  সুন্দর তাই ,
অদেখা অলির ছোঁয়া পাই , ফুলবনে ।
নয়ন ভোলে যেদিকে চাই , সারাক্ষণে ।।