অপ রাইট বার্জিন‌্স


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বাঃ রেণনকিউলেশী ওয়ার
তোমার সমস্ত অঙ্গই বিশেষ কার্যকরি ।
তোমার সম্পর্কে
ফেরিংটন বলেন
রাত্রিকালিন শয্যার উত্তাপে
সুগারিক ইউরিণ সহ শক্ত অন্ড-প্রদাহে
শান্তির ব্যবস্থা করে থাকো ।
এবং
দুগ্ধ বহনকারী অঙ্গের
বেদনা দায়ক অর্বুদ,
বিশেষ করে
যে অর্বুদ চাপনসহ্য করে না
সে অর্বুদ তিরোহিতে
তোমার সুনাম খুব বেশি ।
হির্শ বলেন
আক্ষেপিক নিরুদ্ধতার বিকারে
তোমার ভূমিকা খুবই সুন্দর ।
এ কথা
ফ্রাঙ্কলিনও স্বীকার করেছেন
হিউজ বলেন
পুরাতন গ্লীটের পরবর্তী বিমারে
তোমার শুভময় ক্রিয়াটিও প্রখর ।
কিন্তু
দীর্ঘস্থায়ী বিধান-বিকারে তুমি
ভালো ফল দেখাও না ,
এ তোমার কেমন নিয়ম বলো ।
ন্যাশ বলেন
যে গ্লীট ধীরে ধীরে বা থেমে থেমে
প্রবাহিত হবার জন্য ষ্ট্রিকচারের
সুচনা হয় তোমার উচ্চ শক্তি
বিশেষ ফলপ্রদ ।
হিউজ
আমবাতোজ
বা
উপদংশ জনিত
তারকামন্ডলপ্রদাহে শাফল‌্লের
সহিত তোমাকে ব্যবহার করেছেন ।
হেম্পেল বলেন
পামা বিমারেও তোমার গুন অপরিসীম ।
ফেরিংটন আরো বলেন
চর্মে তুমি জলপূর্ণ উপাদাহ জন্মাতে সক্ষম
আবার তোমাকেই ব্যবহার করলে তা
একেবারে দুরিভূত হয় ।
তোমার এত গুনাগুন দেখে
সত্যি আমি বিমোহিতো
তাই
তোমাকে বেশ মনে চায়
অপ রাইট বার্জিন‌্স ।